উড়িষ্যায় সংগঠন মজবুত করছে মাওবাদীরা

NNS:উড়িষ্যায় পশ্চিমবঙ্গ অন্ধ্রপ্রদেশ ও ঝাড়খন্ড সীমান্ত এলাকা গুলিতে নতুন করে মাওবাদীরা সংগঠিত হচ্ছে | সাম্প্রতিক সময়ে ছত্রিশগড় ,ঝাড়খণ্ডের পাশে মাওবাদিরা উড়িষ্যায় গোপনে সংগঠন গড়ে তোলার পাশে হিংসা ও নাশকতার রাজনিতীতে সক্রিয় হয়ে উঠেছে বলে সূত্রের খবর  | 

উড়িষ্যার বিভিন্ন আদিবাসী অধ্যুষিত এলাকা ও অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া এলাকাগুলিতে মাওবাদীরা দ্রুত প্রভাব ফেলার চেষ্টা চালাচ্ছে | 

এর পাশে মাওবাদীরা নিজেদের রাজনৈতিক মতবাদের অস্তিত্ব জাহির করতেই পুলিশ ও আধাসেনাকে টার্গেট করেছে | নবীন পট্টানায়েকের নির্দেশে উড়িষ্যার গোয়েন্দা কর্তারা রাজ্যে সক্রিয় মাওবাদীদের দমনের ব্যাপারে বিস্তারিত পরিকল্পণা নিয়ে আলোচনায় বসেছেন |

 মাওবাদীরা যে উড়িষ্যায় ক্রমশ অভ্যন্তরীণ নিরাপত্তায় নবীন পট্টনায়েক প্রশাসনের মাথাব্যাথার কারণ হয়ে উঠছেন সে বিষয়ে একমত রাজনৈতিক মহল |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment