তোলাবাজি মামলায় ভারতী ঘনিষ্ঠ 2 পুলিশ অফিসার গ্রেফতার

Indiapost24 Web Desk:পশ্চিম মিদনাপুরের প্রাত্তন পুলিশ সুপার ভারতী ঘোষ ঘনিষ্ঠ দুই পুলিশ অফিসারকে গ্রেফতার করল সিআইডি। শুক্রবার গ্রেফতার করা হয় ঘাটালের প্রাক্তন সিআই শুভঙ্কর দে ও  ঘাটাল থানার প্রাক্তন ওসি চিত্ত পালকে। 

তোলাবাজির মামলায় এই দুই  পুলিশ অফিসার কে গ্রেফতার করা হয়েছে বলে সিআইডি সূত্রে খবর। শুভঙ্কর দে- এর  কাছ থেকে 40 লক্ষ টাকা এবং চিত্ত পালের কাছ থেকে 16 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে বলে সিআইডি সূত্রের খবর ।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment