Indiapost24 Web Desk : কৃষকদের আরো বেশী করেই ঋণ দেওয়ার লক্ষ্যে রাজ্যসরকার 250 টি প্রাথমিক কৃষি সমবায় সমিতিতে ব্যাংক গড়ার সিদ্ধান্ত নিয়েছে। এই ব্যাংক গুলি তৈরি হবে 250 টি গ্রাম পঞ্চায়েত এলাকায়, যার মধ্যে আছে 700 টি গ্রাম। এই উদ্যোগের প্রাথমিক উদ্দেশ্য কৃষির সঙ্গে যুক্ত সকল মানুষের আর্থসামাজিক সংস্থার উন্নয়ন করা।
ক্ষমতায় আসার পর থেকেই তৃণমূল সরকার কৃষি ক্ষেত্রে উন্নয়নের জন্য প্রচুর উদ্যোগ নিয়েছে। যেমন, কৃষিতে প্রয়োজনীয় যন্ত্রপাতি বিনামূল্যে প্রদান করা হয় কৃষকদের, সমবায় তৈরি করা হচ্ছে কৃষি ঋণের জন্য, সুফল বাংলা কেন্দ্র তৈরি করা হয়েছে যাতে কৃষকরা নিজেদের উৎপাদনের জন্য ভালো মূল্য পান , কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হচ্ছে। বাংলা পর পর ছ'বার কৃষিকর্মন পুরস্কার পেয়েছে।
0 comments:
Post a Comment