সারমেয়দের জন্য অ্যাপ নির্ভর অ্যাম্বুলেন্স পরিষেবা রাজ্য সরকারের!!!


Indiapost24 Web Desk : খুব শীঘ্রই  সারমেয়দের জন্য অ্যাপ নির্ভর অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করবে রাজ্য প্রাণী সম্পদ উন্নয়ন দফতর। এই অ্যাম্বুলেন্সে থাকবে প্রাণীদের  জন্য অপারেশান কেন্দ্র।                              এই প্রকল্পের জন্য নোডাল  সংস্থা হল রাজ্য প্রাণী কল্যাণ পরিষদ। এই প্রথম প্রাণীদের  জন্য কোন সরকারি অ্যাম্বুলেন্স চালু হবে শহরে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ১১ আসন বিশিষ্ট অ্যাপ নির্ভর এই অ্যাম্বুলেন্স চালু হবে। অপারেশন কেন্দ্র ছাড়াও ডাক্তার ও নার্স থাকবে অ্যাম্বুলেন্সে। অক্সিজেন ও রক্তের জোগান থাকবে যথেষ্ট পরিমাণে। 
     এই এম্বুলেন্সটি বিবি গাঙ্গুলি স্ট্রিট এর সিএসপিসিএ  তে রাখা থাকবে । সিএসপিসির সুপারিনটেনডেন্ট  বলেন, প্রাথমিক ভাবে এই পরিসেবা রাত দশটা পর্যন্ত পাওয়া যাবে। অ্যাম্বুলেন্সের  প্রয়োজন হলে সিএসপিসিএ  তে যোগাযোগ করতে হবে।প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর   ও কলকাতা পুরো সংস্থার যৌথ উদ্যোগে এই পরিষেবার প্রচারের জন্য অভিযান চালানো হবে।এই  এম্বুলেন্স কাজ করবে কলকাতা পৌরসংস্থার এলাকার মধ্যে।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment