সুন্দরবনের বিধবা গ্রাম এবার দত্তক নেবে রাজ্য

 Indiapost24 Web Desk : মধু সংগ্রহ করতে গিয়ে বা মীন কাঁকড়া ধরতে গিয়ে সুন্দরবনে বহু মানুষকে বাঘের পেটে যেতে হয় | বাঘের আক্রমণে অনেকের মৃত্যু ঘটেছে | এমন ঘটনায় অনেক মহিলাই বিধবা হয়েছেন | বিধবার সংখ্যা বেশি রয়েছে এমন গ্রাম রয়েছে ১৯ টি | সেইসব গ্রামকে স্থানীয় ভাষায় ' বিধবা গ্রাম ' বলে | সেই বিধবা গ্রামকে মুখ্যমন্ত্রীর অনুমোদনের পরই এবার দত্তক নেবার সিদ্ধান্ত নিলো রাজ্য সরকার | 

পঞ্চায়েত দপ্তরে যে ১৫ -১৬ টি ফ্ল্যাগ শিপের কর্মসূচী চলছে তা সেখানেও চালু করে গ্রামগুলি সাজিয়ে তোলা হবে | ওই সব পরিবারের কর্মসংস্থানের সুযোগবৃদ্ধি ও আর্থিক ভাবে সাহায্য করা হবে | পঞ্চায়েত মন্ত্রী বলেন সুন্দরবনে অনেককে বাঘে তুলে নিয়ে যায় | তাঁদের স্ত্রী সন্তান রয়েছেন | মধু আনতে গিয়ে এই ঘটনা ঘটে | আমরা ঐ গ্রামগুলোকে উন্নত করব বলে ঠিক করেছি | সেখানকার বিধবা ও সন্তানদের সরকারী সাহায্য করা হবে |

 বিধবাদের ১০ হাজার টাকা অনুদান দেওয়া হবে | মহিলাদের স্বনির্ভর গোষ্ঠির কাজ দেওয়া হবে | বাংলার আবাস যোজনায় তাঁদের বাড়ী করে দেওয়া হবে | নারেগা প্রকল্পের অধীনে ১০০ দিনের কাজ দেওয়া হবে | প্ৰাথমিক ভাবে দুতিনটা গ্রামকে দত্তক নেওয়া হবে | আস্তে আস্তে সবকটি গ্রামকে সাজিয়ে দেওয়া হবে | সেই সঙ্গে বিধবা মহিলা ও তাঁর সন্তানকে কাজের ব্যাবস্থা করে দেওয়া হবে |

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment