Indiapost24 Web Desk: সূচনা হলো রাজ্যের নবতম আকর্ষণের। পাটুলির ভাসমান বাজার চালু হয়েছে কিছুদিন আগে। কেএমডিএ তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে এই প্রকল্প । শ্রীনগর বা ব্যাংককের ভাসমান বাজারের মতোই দেখতে এই বাজার। 114 টি নৌকোতে 228 টি দোকান থাকছে। মাছ, মাংস, ফল, সবজি- সবকিছুর আলাদা বাজার থাকবে। কাঠের মন্ত্র তৈরি করা হয়েছে যাতে ক্রেতারা নৌকো গুলি পর্যন্ত পৌঁছতে পর্যন্ত পারেন । এই বাজার পরিচালনা করবে সমবায়। সাধারন বাজারের মতোই দাম হবে এই বাজারে। পরিবেশ অক্ষুন্ন রেখেই এই জলাশয়ে ভাসমান বাজার করা হয়েছে। আগামী দিনেও পরিবেশ ও প্রকৃতির খেয়াল রাখা হবে । এই জলাশয় এর চারপাশের রাস্তা ব্লক দিয়ে তৈরি করা হয়েছে।
যাত্রা শুরু পাটুলির ভাসমান বাজারের !!!
Indiapost24 Web Desk: সূচনা হলো রাজ্যের নবতম আকর্ষণের। পাটুলির ভাসমান বাজার চালু হয়েছে কিছুদিন আগে। কেএমডিএ তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে এই প্রকল্প । শ্রীনগর বা ব্যাংককের ভাসমান বাজারের মতোই দেখতে এই বাজার। 114 টি নৌকোতে 228 টি দোকান থাকছে। মাছ, মাংস, ফল, সবজি- সবকিছুর আলাদা বাজার থাকবে। কাঠের মন্ত্র তৈরি করা হয়েছে যাতে ক্রেতারা নৌকো গুলি পর্যন্ত পৌঁছতে পর্যন্ত পারেন । এই বাজার পরিচালনা করবে সমবায়। সাধারন বাজারের মতোই দাম হবে এই বাজারে। পরিবেশ অক্ষুন্ন রেখেই এই জলাশয়ে ভাসমান বাজার করা হয়েছে। আগামী দিনেও পরিবেশ ও প্রকৃতির খেয়াল রাখা হবে । এই জলাশয় এর চারপাশের রাস্তা ব্লক দিয়ে তৈরি করা হয়েছে।
0 comments:
Post a Comment