কাল বামপন্থীদের গনআইন অমান্য !!!



NNS: কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে জনবিরোধী , দেশবিরোধী নিতির অভিযোগ তুলে দেশ ব্যাপী প্রতিবাদ আন্দোলনে সামিল হতে চলেছে বিভিন্ন বামপন্থী গণসংগঠন | কাল কলকাতা সহ সারা রাজ্যে জেল ভরো কর্মসূচী পালন করবে বাম সংগঠন গুলি | বাম গন সংগঠনগুলির পক্ষ  থেকে আইন অমান্য তথা জেল ভরো কর্মসূচী পালিত হচ্ছে | কাল কলকাতা সহ রাজ্যের সর্বত্ত আইন অমান্য ও জেল ভরো পালিত হবে |
                সিটু সহ বিভিন্ন কেন্দ্ৰীয় ট্রেড ইউনিয়ন সংগঠন , ব্যাঙ্ক বিমা সহ শিল্পভিত্তিক ফেডারেশন গুলি কালকের কর্মসূচীতে সামিল হবে | কলকাতার রানি রাসমণি রোডে এই আইন অমান্য কর্মসূচী পালিত হবে বলে জানান হয়েছে কেন্দ্ৰীয় ট্রেড ইউনিয়ন সংগঠনগুলির তরফে | শিলিগুড়িতেও কাল এই কর্মসূচী পালিত হবে |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment