NNS New Delhi : আজ দেশ জুড়ে পবিত্র মহা শিব চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি ব্রত পালন করা হোয়েছে | দেশের বিভিন্ন অংশে এমনকি প্রতিবেশি বাংলাদেশ , নেপাল সহ একাধিক দেশে শিব রাত্রিতে ব্যাপক জমায়াতের খবর পাওয়া গেছে | পাকিস্তানের পেশোয়ার শহরের মধ্যে অবস্থিত পবিত্র শিব মন্দিরে হিন্দুরা যাতে নির্বিঘ্নে পূজো দিতে পারেন সেজন্য স্থাণীয় মুসলিম ব্যবসায়ীরা দিনরাত পাহারার বন্দোবস্ত করেন | একইভাবে বাংলাদেশের হিন্দুরা এদিন শিব রাত্রির উৎসবে মেতে ওঠেন |বাংলাদেশ প্রশাসন এই উপলক্ষ্যে দেশের বিভিন্ন হিন্দু মন্দির গুলিতে কড়া নিরাপত্তার বেড়া জাল তৈরি করেছে |
এদিকে রাজধানী নয়া দিল্লি সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে গুজরাট , মহারাষ্ট্র সহ পশ্চিম ভারত এবং অন্য রাজ্য গুলিতে শিবরাত্রি পালিত হচ্ছে | পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বিভিন্ন শিব মন্দিরে পূর্ণার্থীরা শিব রাত্রি ব্রত পালন করেন , পূজো দেন | একইভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় শিবরাত্রি উৎসবে মেতে ওঠেন হিন্দুরা |
0 comments:
Post a Comment