যৌন কেলেঙ্কারিতে জড়ালেন বিজেপির শীর্ষ নেতা রাম মাধব !!!



NNS:   ত্রিপুরা , মেঘালয় , নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনের ঠিক মুখে বিজেপির শীর্ষ নেতা দলের অন্যতম সাধারন সম্পাদক তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ তরুণ নেতা রাম মাধবের বিরুদ্ধে নাগাল্যান্ডের রাজধানী কোহিমার এক হোটেলে স্থানীয় নাগা মহিলার সঙ্গে যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পরার ছবি প্রকাশিত হলো একটি ওয়েব সাইড এ |    
                                     এনিয়ে নাগাল্যাণ্ডের বিজেপি বিরোধি দলগুলি , এমনকি নাগা জঙ্গী সংগঠন এনএসসিএন (আইএম ) গোষ্ঠির নেতারা সোচ্চার হবার পর বিজেপির পক্ষ থেকে রাম মাধবের বিরুদ্ধে ওঠা অভিযোগ উরিয়ে দিয়ে একে একটি ভুয়ো ওয়েব সাইড এর মিথ্যা ও কুৎসার চক্রান্ত বলে উরিয়ে দেওয়া হোয়েছে | তবে উত্তরপূর্বের তিন স্পর্শকাতর রাজ্যের নির্বাচনের প্রাক মুহুর্তে রাম মাধবের যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার অভিযোগে যে গেরুয়া শিবিরে অস্বস্তি দেখা দিয়েছে শে বিষয়ে এক মত রাজনৈতিক মহল |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment