স্বয়ং সক্রিয় হচ্ছে হিন্দু সংহতি !!!



NNS:রাষ্ট্রীয় সেবক সংঘের বহিস্কৃত কট্টরপন্থী নেতা তপন ঘোষ , তাঁর ঘনিষ্ঠ দেবতনু ভট্টাচার্যের হিন্দুদের মঞ্চে হিন্দু সংহতিকে পশ্চিমবঙ্গে যঠেষ্ট জোরদার করতে সমর্থ হয়েছেন | অসম , ত্রিপুরা , ঝাড়খণ্ড সহ একাধিক রাজ্যেও তাঁরা শাখা প্রশাখা গড়তে উদ্যোগী | হিন্দু সংহতির ১০ বর্ষ পূর্তিতে ১৪ ঐ ফেব্রুয়ারী কলকাতায় সমাবেশে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে ৫০ হাজার মানুষকে সমবেত করার লক্ষ্য নিয়েছে হিন্দু সংহতি | এই সমাবেশে অবসরপ্রাপ্ত সেনা নায়ক জেনারেল জি ডি বক্সি , স্বামী তেজেসানন্দ সহ অনেকে বক্তব্য রাখবেন |
 হিন্দু সংহতির শক্তি বৃদ্ধিকে আবার আরএসএস বিজেপি ভাল চোখে দেখছে না | আরএসএস বিজেপি নেতাদের আশঙ্কা যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি গোপণে হিন্দু সংহতির তপন ঘোষ দেবতনু ভট্টাচার্যদের রাজনৈতিক মদত দিচ্ছেন | জদিও তৃণমুল কংগ্রেস এই ধরনের অভিযোগকে পাত্তা দিতে চাইছেন না |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment