জয় আর মুকুলের সভা মেটিয়াবুরুজে

স্নেহাশিষ মুখার্জি  : অবশেষে কোর্টের অর্ডার নিয়ে মেটিয়াবুরুজে সভা করার সুযোগ পেলেন জয় আর মুকুল | দীর্ঘ চার মাসের টালবাহানার পর কলকাতার মুসলিম অধ্যুষিত মেটিয়াবুরুজের গার্ডেন রিচ এর কাচ্চি মোড়ে দীর্ঘ প্রতীক্ষিত বিজেপির সভা অনুষ্ঠিত হল | রাজ্য বিজেপির তরফ থেকে জানা গেছে চার মাস ধরে এই সভার পুলিশের অনুমতি না পেয়ে শেষমেশ কলকাতা হাই কোর্টের হস্তক্ষেপে এই সভা অনুষ্ঠিত হয় | 
 সভায় জয় মুকুলের হাত ধরে ২৫ জন হিজড়ে আজ বিজেপিতে যোগদান করে | এঁদের নেত্রী দীপার শারিরীক অসুস্থতার কারনে হসপিটালে ভর্তি হলে সভায় অনুপস্থিত থাকে , তবে সংগঠণের তরফ থেকে জানান হোয়েছে যে দীপা সুস্থ হলে পুরো সংগঠনটাই বিজেপিতে যোগদান করবে |
সভায় বিজেপির নেতা জয় ব্যানার্জী |

 মঞ্চ থেকে মন্ত্রী  ফিরহাদ হাকিম  কে  উদ্দেশ্য  করে বলেন ফিরহাদ হাকিম নাকি বর্তমানে বিজেপির মুকুল রায় কে সাইড -লাইন এর প্লেয়ার বলায়, সেই প্রসঙ্গে জয়  ফিরহাদ হাকিম কে  কটাক্ষ করে বলেন - মুকুল রায় তৃনমূলের জন্মলগ্ন থেকে এই  চিফ ছিলেন , তিনিই দলটাকে তৈরি করেছেন , আর তিনি না থাকলে আজ  ববি  হাকিম না এম এল    না মন্ত্ৰী হতে পারতেন এই ভাবে জয় এদিন মেটিয়াবুরুজের জমি উত্তপ্ত করে বিজেপির কর্মিদের উৎসাহিত  রে |

 উক্ত সভায় উপস্থিত ছিলেন মুকুল রায় , জয় ব্যানার্জী , নাজিয়া এলাহী , উমেশ রায় , এরশাদ আহমেদ , মিস্টার আলি , অবজার্ভার প্রদীপ মিশ্র , যুব সভাপতি রাজীব ভৌমিক , সংখ্যালঘু মোর্চা সভাপতি জুলফিকার আলি  |

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment