নাগাল্যান্ড নির্বাচনে ৫৯ শতাংশ কোটিপতি প্রার্থী !!!


NNS : ২৭ শে ফেব্রুয়ারি মেঘালয়ের সঙ্গে নাগাল্যান্ড বিধানসভার নির্বাচন হতে চলেছে | নাগাল্যাণ্ডে মাত্র ৬০ টি বিধানসভা আসনে মোট প্রার্থী ১৯৬ জন | তাঁদের মধ্যে ১১৪ জন কোটিপতি  বলে জানিয়েছে এসোসিয়েশন অফ ডেমোক্র্যাটিক রিফর্ম | 
     ২৭ শে ফেব্রুয়ারি নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনের আগে মনোনয় জমা দেবার পর এগুলি খতিয়ে দেখেই এই রিপোর্ট তৈরি করা হয়েছে |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment