মৃত্যুঞ্জয় সরদার : এই মুহুর্তে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও সাংগঠনিক ভাবে কোনঠাসা সিপিএমের নেতৃত্বাধীন বাম শিবির আগামী পঞ্চায়েত নিবার্চন, ২০১৯ সালের লোকসভা নিবার্চনকে কেন্দ্র করে গাঝাড়া দেওয়ার কর্মসূচি নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছেন।
জানা গেছে যে,সংখ্যালঘু অধ্যুষিত মালদহ ,মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, নদীয়া, বীরভূম পূর্ব বর্ধমান ও দুই ২৪ পরগনা জেলার এখন থেকেই দলীয় প্রার্থী চুড়ান্ত করার জন্য বাম শিবিরের শীর্ষ নেতারা নিম্ন স্তরে বার্তা পাঠানো শুরু করে দিয়েছেন। তবে রাজনৈতিক মহল মনে করেছেন যে,পঞ্চায়েত নিবার্চনে কোনঠাসা বাম শিবিরের পক্ষে ৪o শতাংশ আসনেই প্রার্থী দেওয়া, বড় সমস্যা হয়ে দেখা দিতে পারে। সিপিএম নেতৃত্ব গ্রাম বাংলায় সাংগঠনিক ঘাটতির কথা আগেই মেনে নিয়েছেন।
0 comments:
Post a Comment