ভেষজ আবির বিক্রিতে সরকারি উদ্যোগ !!!


 Indiapost24 Web Desk :বাজারে চলতি রাসায়নিক মিশ্রিত আবিরে চোখ ও চামড়ার নানা সমস্যা দেখা দেয় , তাই ভেষজ আবিরের চাহিদা গত কয়েক বছর ধরেই বেড়েছে | এবার একটি স্বনির্ভর গোষ্ঠির মহিলাদের সঙ্গে যৌথ প্রচেষ্টায় আসন্ন দোলে সেই আবির ক্রেতাদের হাতে তুলে দেবার পরিকল্পনা করছে রাজ্যের খাদ্যপ্রক্রিয়াকারণ দপ্তর , এবং উদ্যান পালন উন্নয়ন নিগম |




ময়ূখ ভবনে খাদ্যপ্রক্রিয়াকরণ দপ্তর থেকে এই আবির বিক্রি করা হবে | এই স্বণির্ভর গোষ্ঠির প্রায় ১৫ জন মহিলা যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে প্রশিক্ষণ নিয়ে বৈদ্যাবাটিতে তাঁদের কারখানায় 
তৈরি করেছেন এই আবির | নাম দেওয়া হয়েছে কৃষ্ণেন্দু 'ভেষজ আবির '| মুলত গোলাপ , পলাশ   ,অপরাজিতা ও গাঁদা এই চারটি ফুলের পাপড়ি থেকে তৈরি হচ্ছে এই আবির , রাসায়নিক নয় আবিরে গন্ধ আনার জন্য ব্যাবহার করা হচ্ছে আসল গোলাপ জল | কয়েকদিনের মধ্যেই দপ্তরের অফিস সহ সিটি সেন্টার ১ ও ২ , রাজারহাট , নিউটাউন , ও সল্ট লেকে মোবাইল ভ্যানে ভেষজ আবির বিক্রীর পরিকল্পণা করা হয়েছে | দপ্তরের তরফ থেকে দামের দিকটাও 
নজর রাখা হবে , চাষির ঘর থেকে সরাসরি ফুল কিনে স্বণির্ভর গোষ্ঠির মহিলারা এই আবির তৈরি করেছেন , লাভবান হচ্ছে দুই পক্ষই |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment