স্নেহাশিষ মুখার্জি:আসন্ন ত্রিস্তর পঞ্চায়েতে একক ভাবে রাজনৈতিক লড়াই করে রাজ্য বিরোধী শূন্য করতে হবে তারই প্রসঙ্গে রাজধরপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে বুথ ভিত্তিক কৰ্মী সম্মেলনে প্রয়াত মান্নান পুত্র মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্ৰেসের সাধারণ সম্পাদক তথা লালবাগ মহকুমার সভাপতি রাজীব হোসেন সভা মঞ্চ থেকে কর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দিপনা বাড়াতে স্বভাবসিদ্ধ ভাবে সাংগঠনিক দক্ষতার মনোবল দিয়ে স্পষ্টত জানিয়ে দেন রাজ্যে যত রাজনৈতিক দল আছে সিপিএম , কংগ্রেস , এসইউসি , বিজেপি সব একদিকে আর তৃণমূল কংগ্রেস অপর দিকে | লড়াই করে তৃণমূল কংগ্রেসকে এক নম্বরের উঠিয়ে আনার দায়িত্ব আপনাদের প্রতিটা কর্মীকে নিতে হবে |
রাজ্যে তৃনমূল কংগ্রেস একদিকে আর অনান্য সব বিরোধীরা অপরদিকে বললেন রাজীব হোসেন !!!
স্নেহাশিষ মুখার্জি:আসন্ন ত্রিস্তর পঞ্চায়েতে একক ভাবে রাজনৈতিক লড়াই করে রাজ্য বিরোধী শূন্য করতে হবে তারই প্রসঙ্গে রাজধরপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে বুথ ভিত্তিক কৰ্মী সম্মেলনে প্রয়াত মান্নান পুত্র মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্ৰেসের সাধারণ সম্পাদক তথা লালবাগ মহকুমার সভাপতি রাজীব হোসেন সভা মঞ্চ থেকে কর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দিপনা বাড়াতে স্বভাবসিদ্ধ ভাবে সাংগঠনিক দক্ষতার মনোবল দিয়ে স্পষ্টত জানিয়ে দেন রাজ্যে যত রাজনৈতিক দল আছে সিপিএম , কংগ্রেস , এসইউসি , বিজেপি সব একদিকে আর তৃণমূল কংগ্রেস অপর দিকে | লড়াই করে তৃণমূল কংগ্রেসকে এক নম্বরের উঠিয়ে আনার দায়িত্ব আপনাদের প্রতিটা কর্মীকে নিতে হবে |
0 comments:
Post a Comment