রাজ্যে তৃনমূল কংগ্রেস একদিকে আর অনান্য সব বিরোধীরা অপরদিকে বললেন রাজীব হোসেন !!!



স্নেহাশিষ মুখার্জি:আসন্ন ত্রিস্তর পঞ্চায়েতে একক ভাবে রাজনৈতিক লড়াই করে রাজ্য বিরোধী শূন্য করতে হবে তারই প্রসঙ্গে রাজধরপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে বুথ ভিত্তিক কৰ্মী সম্মেলনে প্রয়াত মান্নান  পুত্র মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্ৰেসের সাধারণ সম্পাদক তথা  লালবাগ মহকুমার সভাপতি রাজীব হোসেন সভা মঞ্চ থেকে কর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দিপনা বাড়াতে স্বভাবসিদ্ধ ভাবে  সাংগঠনিক দক্ষতার মনোবল দিয়ে  স্পষ্টত জানিয়ে দেন রাজ্যে যত রাজনৈতিক দল আছে সিপিএম , কংগ্রেস , এসইউসি , বিজেপি সব একদিকে আর তৃণমূল কংগ্রেস অপর দিকে | লড়াই করে তৃণমূল কংগ্রেসকে এক নম্বরের উঠিয়ে আনার দায়িত্ব আপনাদের প্রতিটা কর্মীকে নিতে হবে | 

তাই এদিন দক্ষ সংগঠক হিসাবে তিঁনি বলেন  খাওয়াদাওয়া করা , ঝাঁক মেরে আশা , মিটিং শোনা , আর সর্বশেষে বাড়ী গিয়ে ঘুমিয়ে পড়া  এর নাম সম্মেলন নয় | আজ থেকে আপনারা শপথ নিন আগামী দিন রাজনৈতিক লড়াই হবে বুথ থেকে  যেখানে লড়াইয়ে তৃনমূল কংগ্রেস একদিকে , সমস্ত রাজনৈতিক দল একদিকে লড়াই করে তৃনমূল কংগ্রেসকে এক নম্বরে পৌঁছিয়ে বহরমপুর  পঞ্চায়েত সমিতিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায়  দখল করে ঘাস  ফুল ফোটাতে হবে | এরপর আর ও বলেন  লালবাগের বামফ্রণ্ট মনোনীত এমপি বদরুজ্জা খান আজ পর্যন্ত্য সেই রূপে  কোন উন্নয়ন করেননি  , আর বিগতদিনেও যিনি বিধায়ক ছিলেন তিনিও মানুষের কথা কোনোদিনও একজন জনপ্রতিনিধি হিসাবে ভাবেননি | তাই তৃনমূল জামানায় সার্বিক ভাবে যে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নের ধারাকে বজায় রাখতে হলে আগামী পঞ্চায়েত ভোটে মুর্শিদাবাদকে বিরোধী শূন্য করতে হবে , তবেই আজকে আমদের নেত্রীর সব  পরিশ্রম আমাদের জন্য  সার্থক হবে | বিগতদিনে যেভাবে বামফ্রণ্ট রাজত্ব করেছিল সেইসময় কোন রাজনৈতিক দলের ক্ষমতা হয়নি সিপিএমএর কাছ থেকে নগড়াজোল পঞ্চায়েত ছিনিয়ে নেওয়া | আজকে অনেকদিন পর সুযোগ এসছে , আপনারা রাজনৈতিক লড়াই করুন , তৃনমূল কংগ্রেস আপনাদের সাথে আছে , কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে | এই ভাবে তিঁনি প্রায় এক দেড় হাজার দলীয় কর্মী সমর্থকদের  দলের প্রতি আস্থা রেখে লক্ষ্যে পৌঁছতে উৎসাহিত করেন | এদিনের এ সভায় আরও উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের লালবাগ মহকুমার তৃনমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি অশোক দাশ , বিধায়ক নিয়ামত শেখ প্রমুখ ব্যাক্তিত্ববর্গ ..
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment