Indiapost24 Web Desk :এবার রাজ্যের প্রত্যন্ত গ্রামীণ এলাকায় হৃদরোগ চিকিৎসা কেন্দ্র গড়ার উদ্যোগ নিলো রাজ্য সরকার।গ্রামীণ অঞ্চলে হৃদরোগে মৃত্যুর সংখ্যা কমানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
কারো হার্ট অ্যাটাক হলে তাড়াতাড়ি স্বাস্থ্য কেন্দ্র বা হাসপাতালে নিয়ে যেতে না পারলে অনেক সময়ই প্রাণসংশয় হয়। প্রত্যন্ত এলাকাগুলি থেকে হাসপাতালে যেতেও অনেকটা সময় লাগে। তাই এবার প্রত্যন্ত গ্রামীণ এলাকা হৃদরোগের চিকিৎসা কেন্দ্র খুলতে চায় রাজ্য স্বাস্থ্য দপ্তর।
কয়েকটি জেলায় পাইলট প্রকল্প শুরু করা হচ্ছে, এই পাইলট প্রকল্পের সাফল্যের ভিত্তিতে বাকি জেলাগুলোতেও এই চিকিৎসা কেন্দ্র করা হবে। এই কেন্দ্রগুলিতে প্রাথমিক চিকিৎসার পর রোগীরা কিছুটা স্থিতিশীল হলে তাদের মহকুমা বা জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হবে।
0 comments:
Post a Comment