দক্ষিণে গেরুয়া বিরোধিতাই কমল হোসেনের লক্ষ্য !!!



NNS  : তীব্র বিজেপি বিরোধী ও বামপন্থী ঘরানার জনপ্রিয় চিত্র তারকা কমল হোসেনের নতুন দল গঠনে গেরুয়ামুখি তামিল সুপার স্টার রজনীকান্ত রীতিমতো চাপেই পড়লেন বলে মনে করছেন দক্ষিনী রাজনৈতিক পর্যবেক্ষকরা। ঘোষণা মত দক্ষিণ ভারতের রাজনীতিতে আরও এক তারকার পথ চলা শুরু হচ্ছে। দক্ষিণ ভারত তো বটেই, বলিউডের অন্যতম পরিচিত অভিনেতা কমল হোসেন এদিন তামিলনাড়ুতে তাঁর রাজনৈতিক কেরিয়ার শুরু করতে চলেছন। নিজের দল গড়ে রাজনীতিতে নামছেন কামাল। এদিন সকালে বিখ্যাত বিজ্ঞানী ও ভারতের ভুতপূর্ব রাষ্ট্রপতি  প্রয়াত আব্দুল কালামের বাড়ি গিয়ে তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন কমল।



কালামের নবতিপর দাদা মহম্মদ মুথুমীরার আশীর্বাদ নেন। এদিন মাদুরাইয়ে নিজের দলের পথ চলার ঘোষণা করলেন কমল হোসেন। এদিন কমলের রাজনৈতিক দল ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত থাকলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পাটি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। এদিন নিজের রাজনৈতিক দলের নাম ঘোষণা ছাড়াও দলের প্রতীক চিহ্ন ও পতাকার উদ্বোধন করেন। আগামী লোকসভা ভোটে কামালের দল কতটা প্রভাব ফেলে সেটাই এখন দেখার। তবে তাঁর তীব্র বিজেপি ও এ আই ডি এম কে বিরোধিতার রাজনীতির  প্রতি সমর্থনসুচক মনোভাব নিতে চলেছে কংগ্রেস সহ বিভিন্ন দলগুলি এমনটাই মনে করা হচ্ছে।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment