Snehasis Mukherjee: প্রয়াত মান্নান হোসেনের স্মৃতির উদ্দেশ্যে আজ থেকে বহরমপুরের ওয়াইএএম ময়দানে শুরু হল মান্নান হোসেন স্মৃতি উইনার্স কাপ | খেলায় প্রতিদন্ধিতা করে মুর্শিদাবাদ প্রাথমিক সমিতির হরিহরপাড়া প্ৰাথমিক শিক্ষক সেল বনাম বেলডাঙা প্ৰাথমিক শিক্ষক সেল | এদিনের খেলায় বেলডাঙা প্ৰাথমিক শিক্ষক সেল জয় লাভ করে |
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালবাগ মহকুমার সভাপতি রাজীব হোসেন , মুর্শিদাবাদ জেলার প্ৰাথমিক শিক্ষক সেলের জেলা সভাপতি শুভজিত সিনহা , অশোক দাস প্রমুখ ব্যক্তিত্ব বর্গ | এদিন তিঁনি আমাদের ওয়েব মাধ্যমকে জানান - শুভেন্দু অধিকারীর মত হেভি ওয়েট নেতা স্বীকার করতে বাধ্য হয়েছেন যে মুর্শিদাবাদ জেলায় তৃনমূল কংগ্রেসটা শক্তিশালী হওয়ার মুল কারিগর ছিলেন প্রয়াত মান্নান হোসেন |
তিঁনি যে রাস্তা দেখিয়ে গেছেন এক ইঞ্চি জায়গা আমরা কাউকে ছাড়বো না | আগামী ত্রিস্তর পঞ্চায়েতে শিক্ষকদের নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত স্তরের মানুষকে নিয়ে পঞ্চায়েতে লড়াই করব | তাতে প্রত্যেকটা জায়গায় মা মাটি মানুষের সরকারের নেতৃত্বে উন্নয়নের বার্তা মানুষকে দিয়ে নির্বাচনে লড়াই করব শিক্ষকদের ও পাশে নিয়ে |
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালবাগ মহকুমার সভাপতি রাজীব হোসেন , মুর্শিদাবাদ জেলার প্ৰাথমিক শিক্ষক সেলের জেলা সভাপতি শুভজিত সিনহা , অশোক দাস প্রমুখ ব্যক্তিত্ব বর্গ | এদিন তিঁনি আমাদের ওয়েব মাধ্যমকে জানান - শুভেন্দু অধিকারীর মত হেভি ওয়েট নেতা স্বীকার করতে বাধ্য হয়েছেন যে মুর্শিদাবাদ জেলায় তৃনমূল কংগ্রেসটা শক্তিশালী হওয়ার মুল কারিগর ছিলেন প্রয়াত মান্নান হোসেন |
তিঁনি যে রাস্তা দেখিয়ে গেছেন এক ইঞ্চি জায়গা আমরা কাউকে ছাড়বো না | আগামী ত্রিস্তর পঞ্চায়েতে শিক্ষকদের নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত স্তরের মানুষকে নিয়ে পঞ্চায়েতে লড়াই করব | তাতে প্রত্যেকটা জায়গায় মা মাটি মানুষের সরকারের নেতৃত্বে উন্নয়নের বার্তা মানুষকে দিয়ে নির্বাচনে লড়াই করব শিক্ষকদের ও পাশে নিয়ে |
0 comments:
Post a Comment