রাজ্যে হারিয়ে যাওয়া বিভিন্ন সাংস্কৃতিক মেলা ও অনুষ্ঠানগুলি মুখ্যমন্ত্রীর একান্ত অনুপ্রেরণায় আবারও বিশাল আকার ও জনপ্রিয়তা পাচ্ছে : মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ

সুজিত ঘোষ  :আজ জলপাইগুড়িতে ২৯ তম ভাওয়াইয়া রাজ্য সংগীত প্রতিযোগীতার শুভারম্ভ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী  রবীন্দ্রনাথ ঘোষ সঙ্গে বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মণ,পর্যটক মন্ত্রী গৌতম দেব সহ আলিপুরদুয়ারের জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী ,জলপাইগুড়ির সংসদ বিজয় কৃষ্ণা বর্মন ,ময়নাগুড়ির বিধায়ক অনন্ত অধিকারী ও জেলার অন্যান্য একাধিক নেতৃত্ব বর্গ | এই প্রতিযোগিতার মাধ্যমে মূলতঃ রাজবংশী ভাষাকে ও সংস্কৃতিকে গোটা রাজ্য সহ দেশের মানুষের সামনে তুলে ধরা হয় | সারা রাজ্যের ৩৭ টি ব্লক থেকে জয়লাভ করে ১৪৮ জন প্রতিযোগী এদিনের ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে | এঁদের নিয়ে  ১৫ই  -১৮ই ফেব্রুয়ারী  চার দিন ব্যাপী চলবে এই  সংগীত প্রতিযোগিতা  | যাদের  মধ্যে ১০ জনকে পুরষ্কৃত করা হবে | এই ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতায় রাজ্যের বাছাই করা মোট ৩৭টি ব্লক গুলির মধ্যে প্রতিটা ব্লক থেকে দুজন করে  "চটকা" এবং দুজন করে "দরিয়া" অংশগ্রহণ করছে | 

উত্তরবঙ্গের উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ আমাদেরকে জানান "  ভাওয়াইয়া আমাদের উত্তরবঙ্গের ঐতিহ্য | আর আমাদের নেত্রী তথা রাজ্যের  মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বিভিন্ন ক্ষেত্রে উন্নতির পাশাপাশি তাঁর বিশেষ সাংস্কৃতিক চেতনা ও  মনোভাবাপন্নের জন্য আরো বিশাল আকার নিচ্ছে পাশাপাশি জনপ্রিয়তাও পাচ্ছে রাজ্যে হারিয়ে যাওয়া বিভিন্ন ধরণের সব সংস্কৃতিক মেলা ও অনুষ্ঠানগুলি ফলে আমরা গর্বিত যে প্রতিবছর ভাওয়াইয়ার মাধ্যমে সঙ্গীত প্রেমীদের আকৃষ্ট করতে পারছি, আর তার চেয়েও আমাদের কাছে বড় পাওনা যে এই প্রতিযোগিতার মাধ্যমে কিছু আন্তৰ্জাতিক মানের শিল্পীকেও তৈরি করা যায় যাদের জন্য আগামী দিনে বিশেষ করে সঙ্গীত-মনস্ক মানুষজনরা ভাওয়াইয়া এবং ভাওয়াইয়ার সঙ্গে ওতঃপ্রত ভাবে জড়িত উত্তরবঙ্গের নাম চিরকাল মনে রাখবে " |

প্রতিদিন এই অনুষ্ঠান দেখার জন্য কয়েক হাজার সাধারণ মানুষ জনের অগমন ঘটে আর এই ভাবে স্থানীয় মানুষজনের মতামতও নিয়ে জানা যায় সারা বছর ধরে উত্তরবঙ্গের মানুষ এই বিশেষ দিনগুলির  জন্য অপেক্ষা করে থাকে| বর্তমান উত্তরবঙ্গের উন্নয়নমন্ত্রী রবি বাবু আসার পর থেকে এই সংগীত অনুষ্টানটি একটা অন্য মাত্রা পেয়েছে আর নিঃসন্দেহে এটা তাদের জন্য একটা বড়ো উপহার বলে দাবি অনেকেরেই.. 
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment