কার সঙ্গে ভ্যালেন্টাইনস ডে কাটালেন সালমান খান? ভাবছেন ইউলিয়া না হলে কি ক্যাটরিনা? তবে নামটা শুনলে অবাক হওয়ারই কথা। এ বছর ভ্যালেন্টাইন'স ডে-তে জ্যাকলিন ফার্নান্ডেজ-এর সঙ্গে সময় কাটলেন সালমান খান।
তবে কেন তাহলে জেনেই নেয়া যাক আসলে 'রেস থ্রি'-র শুটিংয়ের জন্য বর্তমানে বিদেশে রয়েছে সালমান খান এবং জ্যাকলিন। আর সেখানেই তারা দু'জনে একসঙ্গে ভ্যালেন্টাইনস ডে সেলিব্রেট করলেন। বেশ মজা করেই প্রেম দিবসের বার্তা দিলেন সালমান-জ্যাকলিন।
এদিকে সম্প্রতি 'মুঝে লড়কি মিল গ্যায়ি' বলে স্টেটাস দেন সালমান। যা দেখে চোখ ছানাবড়া হয়ে যায় প্রত্যেকের। 'ভাইজান' কি এবার বিয়ে করছেন, তা নিয়ে জোর চর্চা শুরু হয়। কিন্তু, পরে নিজেই বিষয়টি খোলসা করেন সালমান। জানান, তার বোন অর্পিতা খান শর্মার স্বামী আয়ুষ শর্মার সিনেমার জন্য নায়িকা পেয়ে গিয়েছেন তিনি। এরপরই প্রকাশ্যে আসে আয়ুষ শর্মা এবং ওয়ারিনা হুসেনের আগামী সিনেমা 'লাভরাত্রি'-র পোস্টার।
তবে কেন তাহলে জেনেই নেয়া যাক আসলে 'রেস থ্রি'-র শুটিংয়ের জন্য বর্তমানে বিদেশে রয়েছে সালমান খান এবং জ্যাকলিন। আর সেখানেই তারা দু'জনে একসঙ্গে ভ্যালেন্টাইনস ডে সেলিব্রেট করলেন। বেশ মজা করেই প্রেম দিবসের বার্তা দিলেন সালমান-জ্যাকলিন।
এদিকে সম্প্রতি 'মুঝে লড়কি মিল গ্যায়ি' বলে স্টেটাস দেন সালমান। যা দেখে চোখ ছানাবড়া হয়ে যায় প্রত্যেকের। 'ভাইজান' কি এবার বিয়ে করছেন, তা নিয়ে জোর চর্চা শুরু হয়। কিন্তু, পরে নিজেই বিষয়টি খোলসা করেন সালমান। জানান, তার বোন অর্পিতা খান শর্মার স্বামী আয়ুষ শর্মার সিনেমার জন্য নায়িকা পেয়ে গিয়েছেন তিনি। এরপরই প্রকাশ্যে আসে আয়ুষ শর্মা এবং ওয়ারিনা হুসেনের আগামী সিনেমা 'লাভরাত্রি'-র পোস্টার।
0 comments:
Post a Comment