সুজিত ঘোষ : প্রতি বছরের ন্যায় এবছরও উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন প্রাণ্তে রাজবংশী ভাষা ও সংস্কৃতিকে নিয়ে শুরু হয় ভাওয়াইয়া সংগীত প্রতিযোগীতা | একই ভাবে তাই আজ কুচবিহারের ১ নম্বর ব্লকে মহিষবাথান অঞ্চলের আতিশখানা মাঠে পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেনী কল্যাণ দপ্তরের উদ্যোগে ২৯ তম ব্লক ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতার উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্ৰী রবীন্দ্রনাথ ঘোষ |
এই সংগীতানুষ্ঠান এই রাজ্যের উত্তরবঙ্গের ৩৬ টি ব্লক এবং কলকাতায় ১টি ব্লক মিলিয়ে মোট ৩৭ টি ব্লক নিয়ে অনুষ্ঠিত হয় | যেখানে মূলতঃ রাজবংশী ভাষা ও সংস্কৃতিকে তুলে ধরা হয় | যা বিভিন্ন ধরণের সংগীতানুষ্ঠান ও নৃত্যের মাধ্যমে পরিবেশিত হয় |আজ প্রায় ২০০ প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন | যার মধ্যে চারজনকে পুরস্কৃত করা হবে | দুদিন ব্যাপী চলবে এই সংগীত প্রতিযোগীতা | অনুষ্ঠানটি সকাল ১০ টা থেকে রাত্রী ১২ টা পর্যন্ত্য চলবে |
এদিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ আমাদের ওয়েব মাধ্যমকে জানান - যে ভাওয়াইয়া সংগীতানুষ্ঠান হল উত্তর বঙ্গের একটা ঐতিহ্য | প্রতিটি ব্লক থেকে চার জনকে পুরষ্কৃত করা হবে ,যারা যাবে রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতায় , এ বছরে রাজ্য ভাওয়াইয়া মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে জলপাই গুড়ি জেলাতে | উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও সঞ্জয় মালাকার , পঞ্চায়েত সভাপতি খাদিজা খাতুন , গ্রাম পঞ্চায়েত প্রধান প্রমীলা রায় প্রমুখ ব্যক্তিত্ব বর্গ সহ কম-বেশি কয়েক হাজার দর্শকের উজ্জ্বল উপস্থিতি ছিল এই অনুষ্ঠানে।
0 comments:
Post a Comment