Indiapost24 Web Desk : দেশজুড়ে ২০১৭ সালে ডিসেম্বরে দেখা গিয়েছে যে , সারা ভারতে আনুমানিক ৪৮.১ কোটি ইন্টারনেট ব্যাবহারকারী রয়েছেন | ২০১৬ সালের তুলনায় এই অঙ্ক বেড়েছে ১১ .৩৪ শতাংশ | পর্যবেক্ষক মহল মনে করছেন যে ২০১৮ সালের জুন মাসে এই অঙ্ক ৫০ কোটি ছুঁয়ে ফেলবে | সারাভারত জুড়েই ইন্টারনেটের ব্যাবহার দ্রুত বেড়ে চলেছে বলেই মনে করা হচ্ছে |
ইন্টারনেটে ব্যবহার কারীদের সংখ্যা দ্রুত বাড়ছে !!!
Indiapost24 Web Desk : দেশজুড়ে ২০১৭ সালে ডিসেম্বরে দেখা গিয়েছে যে , সারা ভারতে আনুমানিক ৪৮.১ কোটি ইন্টারনেট ব্যাবহারকারী রয়েছেন | ২০১৬ সালের তুলনায় এই অঙ্ক বেড়েছে ১১ .৩৪ শতাংশ | পর্যবেক্ষক মহল মনে করছেন যে ২০১৮ সালের জুন মাসে এই অঙ্ক ৫০ কোটি ছুঁয়ে ফেলবে | সারাভারত জুড়েই ইন্টারনেটের ব্যাবহার দ্রুত বেড়ে চলেছে বলেই মনে করা হচ্ছে |
0 comments:
Post a Comment