NNS : সিনেমা ব্যবসায়ী বিক্রম কোঠারিকে গ্রেপ্তারে অতি সক্রিয় কেন্দ্ৰীয় গোয়েন্দা সংস্থা সিবিআই | কানপুর থেকে শেষ পর্যন্ত্য গ্রেপ্তার করা হয়েছে রোটোম্যাক গ্লোবাল প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর বিক্রম কোঠারিকে | কমপক্ষে পাঁচটি রাষ্টায়ত্ব ব্যাঙ্ক থেকে কয়েক হাজার কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ উঠেছিল বিক্রম কোঠারির বিরুদ্ধে |
গতকাল তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করে আজই তাঁকে গ্রেপ্তার করে সিবিআই | এর আগেই সিবিআইএর তল্লাশি কোঠারির স্ত্রী পুত্রকে আটক করার মধ্যেই প্রকাশ্যে এসছিলেন বিক্রম কোঠারি | তিঁনি বলেন ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছি একথা সত্যি | ঋণের টাকা শোধ করিনি এই তথ্য সঠিক নয় | আমি কানপুরেই আছি কোথাও পালিয়ে যাই নি | এরপরই সিবিআই তাঁকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ চালায় |
0 comments:
Post a Comment