Indiapost24 Web Desk : সিপিএমের রাজ্য সম্মেলনের ফাঁকে আবার পশ্চিমবঙ্গে একদিকে বিজেপি, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে জোর জল্পনা উস্কে দিয়েছেন সিপিএমের কংগ্রেস ঘেঁষা বেঙ্গললাইনপন্থী নেতারা।
কয়েকদিন আগে রাজ্যসভায় পঞ্চম আসনে সীতারাম ইয়েচুরি কে প্রার্থী করার ব্যাপারে প্রস্তাব দিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তার প্রস্তাব ছিল সি পি এম সীতারাম ইয়েচুরি তে রাজি না হলে কোন নির্দল আমলা, বুদ্ধিজীবী বা সাংবাদিককে কংগ্রেসও বামেরা একযোগে সমর্থন করে পঞ্চম আসন নিশ্চিত করা হোক।
সি পি এম বেঙ্গললাইনপন্থী নেতারা রাজ্যসভার নির্বাচন নিয়ে কংগ্রেসের সঙ্গে কথাবার্তা চালানোর ইঙ্গিত দেয়ায় আবার পশ্চিমবঙ্গে বাম-কংগ্রেস জোটের জল্পনা তীব্র হয়ে উঠেছে।
0 comments:
Post a Comment