NNS New Delhi : আবার দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক কার্যকরী সভাপতি প্রবীণ তোগাড়িয়া। তার বুলেটপ্রুফ গাড়িতে পিছন থেকে ধাক্কা মারে একটি ট্রাক । আমেদাবাদের দিকে যাচ্ছিল প্রবীণ তোগাড়িয়ার কনভয়। তিনি যেহেতু জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান, তাই তার কনভয় কে পাইলট কার এসকর্ট করে নিয়ে যাচ্ছিল। কিন্তু, জানা গেছে দুর্ঘটনার সময় তার গাড়ির অনেক পিছনে ছিল তার পাইলট কার।
এদিকে তোগাড়িয়া পথ-দুর্ঘটনায় অল্পের জন্য বেঁচে যাওয়ার পর তার সমর্থকরা এর পেছনে তাকে কোনো অশুভ শক্তি হত্যা করার চেষ্টা করেছিল কিনা তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন। গেরুয়া রাজনীতিতে তোগাড়িয়া সঙ্গে মোদি- অমিত শাহের সম্পর্ক যথেষ্ট খারাপ। গুজরাটের কংগ্রেস নেতারা তোগাড়িয়ার স্বাস্থ্যের খবর নেন বলে সংবাদে প্রকাশ।
0 comments:
Post a Comment