কলকাতা বিমানবন্দরে বেআইনী সোনা বাজেয়াপ্ত !!!


Indiapost24 Web Desk :কলকাতা বিমানবন্দর থেকে ফের উদ্ধার করা হল বেআইনী সোনা | সোনা পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বিনোদ পারেখ নামে এক ব্যাক্তিকে | ব্যাঙ্কক থেকে শুল্ক কর ফাঁকি দিয়ে ঐ ব্যাক্তি কলকাতায় পাচারের উদ্দেশ্যে সোনা আনছিল বলে অভিযোগ করে ১ কেজি ৭০০ গ্রাম সোনা বাজেয়াপ্ত করা হয়েছে | 

তার বিরুদ্ধে শুল্ক বিভাগ মামলা রুজু করে | আজ ধৃতকে বারাসাত  জেলা আদালতে তোলা হয় | সাম্প্রতিক সময়ে ব্যাঙ্কক থেকে সোনা পাচারের ঘটনা বেড়ে যাওয়ায় কলকাতা বিমান বন্দরের শুল্ক আধিকারিক ও নিরাপত্তা কর্মীরা যঠেষ্ট চিন্তিত বলে মনে করা হচ্ছে |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment