বিশ্বে বাংলা ভাষীর সংখ্যা ষষ্ঠ স্থানে !!!

NNS :  বিশ্ব অর্থনৈতিক ফোরামে সাম্প্রতিক এক রিপোর্টে বলা হয়েছে যে , বিশ্বে চিনা ভাষায় সব থেকে বেশি মানুষ কথা বলেন | ১ , ২৮৪ মিলিয়ন মানুষ চিনা ভাষা ব্যাবহার করেন | দ্বিতীয় স্থানে রয়েছে স্প্যানিশ ভাষা | তৃতীয় স্থানে থাকা ইংরেজীতে ৩৭২ মিলিয়ন লোক কথা বলে থাকেন | পঞ্চম স্থানে থাকা হিন্দীর পরই ২৪২ মিলিয়ন মানুষ বাংলা ভাষায় কথা বলায় বাংলার স্থান ষষ্ঠ স্থানে |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment