স্নেহাশিষ মুখার্জি :
সোমবার ৫ ঐ মার্চ থেকে সিপিএমএর পশ্চিমবঙ্গ শাখার ২৫ তম রাজ্য সম্মেলন শুরু হতে চলেছে | বঙ্গ সিপিএম নেতাদের বড় অংশ আশা করেছিলেন যে ত্রিপুরায় বিজেপিকে পরাস্ত করে মাণিক সরকারের নেতৃত্বে অষ্টম বামফ্রণ্ট সরকার গঠিত হবে |
কিন্তু সিপিএম তথা বামেদের ব্যাপক পরাজয়ের সংবাদ পেয়ে হতাশার ছায়া নেমেছে সিপিএমএর পশ্চিমবঙ্গের সদর দপ্তর মধ্য কলকাতার আলিমুদ্দিন স্ট্রিটের মুজাফর আহমেদ ভবনে | দলের অভ্যন্তরেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে তৃনমূলের হাতে পশ্চিমবঙ্গে সাত বছর ক্ষমতা হারানোর পর এবার ত্রিপুরায় বামেদের পতনের পর জাতীয় রাজনিতীতে বামেদের তথা সিপিএমএর রাজনৈতিক প্রাসঙ্গিকতা কতটা থাকবে তা নিয়ে |
0 comments:
Post a Comment