স্নেহাশিষ মুখার্জি:
অভিযোগ সাহেবডাঙ্গার শিব নন্দী , ও নিমাই প্রামানিক প্রতিদিনই নতুন নতুন কিছু ছেলে নিয়ে চণ্ডী করের বাড়ীর সামনে মদের আসর বসায় | সকাল , দুপুর , সন্ধ্যে , কি বা রাত্রী মদ খাওয়ার খামতি শিব , নিমাইদের কোন দিনই নেই | এদিনও ওরা মদ খাচ্ছিলো | নিজেদের মধ্যে চলছিল গালিগালাজ | অভিযুক্তদের বাড় বাড়ন্তকে আর প্রশ্রয় দেবে না বলেই চন্ডি কর "বাড়ীতে মহিলারা আছে , গালিগালাজ না করে তোরা এখান থেকে চলে যা "বলে প্রতিবাদ করলে অভিযুক্তরা চন্ডি করকে লোহার রড দিয়ে বুকে , পিঠে , মাথায় আঘাত করে |
পরে আরও ৩০ -৩৫ জন ছেলেদের নিয়ে অভিযুক্তরা চণ্ডী করের বাড়ীতে চড়াও হোয়ে চণ্ডী করের হাতে ধারাল অস্ত্র দিয়ে কোপ মারলে চণ্ডী করের হাত থেকে রক্ত ঝরতে থাকে | চণ্ডী করকে বাঁচাতে গেলে চন্ডিকরের ছোট ভাই প্রদীপ কর , ও বড় ভাই সাধন করকেও তাদের রোষের মুখে পরতে হয় | বাঁশ , পাওয়ার লুমের রড নিয়ে অভিযুক্তরা ঝাঁপিয়ে পরে হাতে মাথায় চোখে লোহার রড দিয়ে আঘাত করে | লোহার রডের আঘাতে প্রদীপ করের একটা হাত ভেঙ্গে যায় | সাধন করকে আশঙ্কা জনক অবস্থায় কল্যাণী জহরলাল নেহেরুতে ভর্তি করা হয় |
পরিবার সূত্রে জানা যায় তার একটা চোখ মারাত্মকভাবে জখম হয়েছে | বাড়ীর মহিলা সহ ছয় বছরের কিডনি সংক্রান্ত রোগে আক্রান্ত অর্পিতা কর ও বাধ যায় না মারধরের হাত থেকে এই মর্মে শান্তিপুর থানায় অভিযোগ করলে থানা সূত্রে খবর এই ঘটনায় শান্তিপুর থানা দুজনকে গ্রেপ্তার করে | জিজ্ঞাসাবাদ চলছে | খুব শীঘ্রই বাকি অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে |
0 comments:
Post a Comment