এবার ত্রিপুরা- বাংলাদেশ সীমান্তে অবৈধ পাচার রুখতে সক্রিয় কেন্দ্র !!!


NNS New Delhi : উত্তরপূর্বের স্পর্শকাতর রাজ্য ত্রিপুরার 80 শতাংশ এলাকা জুড়ে রয়েছে ভারত- বাংলাদেশ সীমান্ত। জানা গেছে এর মধ্যে 75 কিলোমিটার এলাকায় সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়নি। ফলে এই এলাকা দিয়ে বাংলাদেশে পাচার হয় প্রচুর মাদক।

 এই অবৈধ পাচার বন্ধের  জন্যেই কেন্দ্র এবার কড়া মনোভাব গ্রহণ করতে চলেছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ও উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মনকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আশ্বাস দিয়েছেন যে, ত্রিপুরায় কাঁটাতারের বেড়া দেওয়া দ্রুত শুরু হবে। 

পাচার বন্ধ করার জন্যেই লাগানো হবে সি সি টিভি । ভারত-বাংলাদেশ  সীমান্ত সংলগ্ন এলাকায় সড়কগুলো সংস্কার করা হবে। অবৈধ পাচার রুখতে কেন্দ্র ও ত্রিপুরা রাজ্য সরকার এখন থেকে একযোগে কাজ করবে বলে মনে করছেন পর্যবেক্ষক মহল।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment