Indiapost24 Web Desk : জেলা সদরের সঙ্গে এবার কলকাতাকে সরাসরি জুড়তে পথে নামছে 'রাজধানী ভলভো এক্সপ্রেস ' বাস । অন্যান্য বাসের থেকে এর পরিষেবা হবে ভিন্ন। বুধবার বিধানসভায় পরিবহণ দফতরের বাজেট পেশ করতে গিয়ে এ কথা জানিয়েছেন পরিবহন মন্ত্রী।
তিনি বলেন,পরিবহনের পরিকাঠামো যেভাবে জোর দেওয়া হয়েছে, তাতে আগামী দিনে তার সুফল পাবেন সাধারণ মানুষ। রাজ্যের সব কটি জেলা সদরের সঙ্গে কলকাতাকে যুক্ত করা অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করা হয়েছে। গোটা পরিস্থিতি খতিয়ে দেখেই 'রাজধানী ভলভো এক্সপ্রেস ' বাস চালু করা হচ্ছে।
এই বাস প্রতিটি জেলা সদর থেকে শহরে আসবে, আবার শহর থেকে জেলা সদরে যাবে। একই সময়ে দুদিক থেকেই ছাড়বে এই বাস। মন্ত্রীর কথায়, আপাতত দুদিক থেকে একটি করে বাস ছাড়বে। চলার পর মানুষ ওই পরিষেবাকে কিভাবে গ্রহণ করছে, তা সমীক্ষা করে দেখা হবে। তারপর পরিষেবা বৃদ্ধির কথা ভাবনা চিন্তা করা হবে।
তিনি বলেন,পরিবহনের পরিকাঠামো যেভাবে জোর দেওয়া হয়েছে, তাতে আগামী দিনে তার সুফল পাবেন সাধারণ মানুষ। রাজ্যের সব কটি জেলা সদরের সঙ্গে কলকাতাকে যুক্ত করা অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করা হয়েছে। গোটা পরিস্থিতি খতিয়ে দেখেই 'রাজধানী ভলভো এক্সপ্রেস ' বাস চালু করা হচ্ছে।
এই বাস প্রতিটি জেলা সদর থেকে শহরে আসবে, আবার শহর থেকে জেলা সদরে যাবে। একই সময়ে দুদিক থেকেই ছাড়বে এই বাস। মন্ত্রীর কথায়, আপাতত দুদিক থেকে একটি করে বাস ছাড়বে। চলার পর মানুষ ওই পরিষেবাকে কিভাবে গ্রহণ করছে, তা সমীক্ষা করে দেখা হবে। তারপর পরিষেবা বৃদ্ধির কথা ভাবনা চিন্তা করা হবে।
0 comments:
Post a Comment