Indiapost24 Web Desk : হিন্দু জাতিয়তাবাদী সংগঠন আরএসএস দেশ জুড়ে সক্রিয় কর্মী বাহিনী গড়ে তুলতে তৎপর হতে চলেছেন | এইলক্ষে শুধুমাত্র আরএসএসের সাংগঠনিক ভিত মজবুত করা নয় , কর্মীদের শারীরিক সক্ষমতা বাড়ানোর দিকেও এবার জোর দিতে চলেছে আরএসএস | পশ্চিমবঙ্গ , কেরালা সহ দেশের বিভিন্ন প্ৰান্তে হিন্দু জাতিয়তাবাদী রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ কর্মীদের ওপর হামলার ঘটনা ঠেকাতে এবার কর্মীদের শারীরিক শক্তি বাড়ানোর ওপর জোর দিতে চলেছে আরএসএস |
এছাড়াও সংঘের অভ্যন্তরে আরও বেশি করে মহিলা কর্মীদের যোগদান বাড়াতে নিজেদের ১০ হাজার সংঘের শাখাগুলিকে দায়িত্ব দেওয়া হবে | এছাড়াও হিন্দু নেতা কর্মীদের ওপর আক্রমণের ঘটনার পর সংঘের তরফে দলীয় স্তরে একটি স্পেশাল লিগ্যাল শেল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে | দেশজুরে নিজেদের প্রচারে ও সাংগঠনিক কর্মসূচি কার্যকর করতে অভিযান শুরু করবে আরএসএস |
আরএসএসের তরফে জানান হয়েছে শুধুমাত্র বিজেপি মনস্ক মানুষ ও আরএসএস সমর্থকদের নিরাপত্তার জন্যই এই ধরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে | সংঘের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে , মফস্বল ও গ্রামীন এলাকা থেকে আরও বেশি পরিমানে যুবকদের সমর্থন পেতে তাঁরা কাজ চালাবে | এই লক্ষে কমিউনিস্ট শাসিত কেরালা , ও তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গে হিন্দু জাতীয়তাবাদের ভিত আরও জোরদার করার জন্য শাখা সংগঠন বৃদ্ধি করা ও জণগনের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ বাড়াতে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে |
কেরালায় সিপিএমের হামলা রুখতে নতুন কৌশল গ্রহণের ভাবনা চিন্তা চালাচ্ছেন কেন্দ্রের আরএসএস নেতৃবৃন্দ | একই সঙ্গে পশ্চিমবঙ্গে ইসলামিক সন্ত্রাসবাদ ও মৌলবাদের বিরুদ্ধে আরএসএস প্রচার অভিযানের পাশে সাংগাঠনিক শক্তি বাড়ানোর দ্বিমুখী সিদ্ধান্ত গ্রহণ করেছে | সারা দেশ জুড়ে সংঘ পরিবার এক কোটি স্বেচ্ছা সেবক বাহিনী তৈরির পরিকল্পণা নিচ্ছে বলে সূত্রের খবর |
0 comments:
Post a Comment