Indiapost24 Web Desk : সাগরদ্বীপ কে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে মুড়িগঙ্গার ওপর 3 কিমি সেতু তৈরির কাজে ডি পি আর তৈরির কাজ শুরু হলো। সেতু তৈরির কাজ শুরু হবে এ বছরেই। ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এই নির্মাণের দায়িত্বে আছে।
এই সংস্থাকে সবরকম সাহায্য করবে পূর্ত দফতর। এই সেতুর দুই মুখে আপ্ৰচ রোড তৈরি হবে প্রায় 2 কিমি। সবমিলিয়ে লট নাম্বার আট থেকে কচুবেরিয়া পর্যন্ত সেতুর দৈর্ঘ্য হবে 5 কিমি। প্রকল্পে মোট খরচ হবে তিন হাজার কোটি টাকা। সাগর পৌঁছতেন লাগে 5 থেকে 6 ঘন্টা, ভাটার সময় , কোন সময়ের ঠিক থাকেনা। কারণ ভাটার সময় বার্জ বা ফেরি কিছুই চলাচল করতে পারে না। এই সেতু তৈরি হলে সড়কপথে ধর্মতলা থেকে সাগর পৌঁছতে লাগবে তিন ঘন্টা।
0 comments:
Post a Comment