মুড়িগঙ্গার ওপর সেতু তৈরির কাজ শুরু এ বছরেই !!!


Indiapost24 Web Desk : সাগরদ্বীপ কে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে মুড়িগঙ্গার ওপর 3 কিমি সেতু তৈরির কাজে ডি পি আর  তৈরির কাজ শুরু হলো। সেতু তৈরির কাজ শুরু হবে এ বছরেই। ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড  এই নির্মাণের দায়িত্বে আছে।
এই সংস্থাকে সবরকম সাহায্য করবে পূর্ত দফতর। এই সেতুর দুই মুখে  আপ্ৰচ রোড তৈরি হবে প্রায় 2 কিমি। সবমিলিয়ে লট নাম্বার আট  থেকে কচুবেরিয়া পর্যন্ত সেতুর দৈর্ঘ্য হবে 5 কিমি। প্রকল্পে মোট খরচ হবে তিন হাজার কোটি টাকা। সাগর পৌঁছতেন লাগে 5 থেকে 6 ঘন্টা, ভাটার  সময় , কোন সময়ের ঠিক থাকেনা। কারণ ভাটার সময় বার্জ বা ফেরি কিছুই চলাচল করতে পারে না। এই সেতু তৈরি হলে সড়কপথে ধর্মতলা থেকে সাগর পৌঁছতে লাগবে তিন ঘন্টা।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment