‘‘কোনও কথা বলবি না৷ তুই চুপ করে থাক৷’’ আরাবুলের উদ্দেশ্যে মমতা ব্যানার্জী !!!





Indiapost24 Web Desk : দক্ষিণ ২৪ পরগণার ভাঙড় প্রশ্নে তৃণমূলের স্থানীয় নেতাদের গোষ্ঠী কোন্দলের জেরে স্বয়ং মুখ্যমন্ত্রী যে বেজায় রুষ্ট তা আরও একবার আজ পৈলানের প্রশাসনিক বৈঠক থেকে আমলাদের সামনেই ব্লক সভাপতি আরাবুল ও মন্ত্রী রেজ্জাক মোল্লাকে দু দু বার কড়া ধমক দিয়ে স্পষ্ট করে দিলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷

 ক্ষুব্ধ  মমতা এদিন রেজ্জাক বা আরাবুলের কোনও কথায় শুনতে চাননি৷
সভাস্থলে অন্য বিধায়ক বা জন প্রতিনিধিদের কথা বিস্তারিত শুনলেও আরাবুল বা রেজ্জাকের কোনও কথায় শুনতে চাননি রাজ্যের প্রশাসনিক প্রধান৷ ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামের উদ্দেশ্যে তিঁনি বলেন , ‘‘আরাবুল তোর কি কিছু বলার আছে? কি বা বলবি? ঝগড়া করা ছাড়া তো তোর আর কোনও কাজ নেই৷’’ 

এই সময় আরাবুল উঠে দাঁড়িয়ে কিছু বলার চেষ্টা করলে ফের ধমকের সুরে মমতা বলে ওঠেন, ‘‘আগে সমস্যা মেটা, তারপর তোর কথা শুনব৷’’ আরাবুল ফের কিছু বলার চেষ্টা করলে বেশ কড়া সুরে বলেন, ‘‘কোনও কথা বলবি না৷ তুই চুপ করে থাক৷’’

একইভাবে মুখ্যমন্ত্রীর ধমকের মুখে পড়েন মন্ত্রী  রেজ্জাক মোল্লাও ৷ এদিনের বৈঠকে রেজ্জাক মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলতে শুরু করেন, ‘‘এলাকায়  পানীয় জলে আর্সেনিক সমস্যা মারাত্মক….৷’’ মাঝ পথে থামিয়ে দিয়ে হুঙ্কার দিয়ে তাকেও বলেন  , ‘‘আগে এলাকার সমস্যা মেটাও, তারপর তোমার সাথে কথা হবে৷’’

দলীয় রাজনৈতিক সূত্রে খবর,তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই এদিনের সভা থেকে আরাবুল ও রেজ্জাককে কড়া ধমক দেন মুখ্যমন্ত্রী৷
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment