মুর্শিদাবাদ - মালদহে মহাজোটের ভাবনা !!!


Indiapost24 Web Desk : পশ্চিমবঙ্গে আগামী লোকসভা নির্বাচনের আগে রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেস এখন অস্তিত্বের সংকটে ভুগছে | ২০১৬ সালে বামজোটের সঙ্গে হাত মিলিয়ে কংগ্রেস ৪৪ টি আসন পেয়ে রাজ্যে প্রধানতম বিরোধী শক্তি হিসাবে আত্মপ্রকাশ করেছিল | কিন্তু বিগত ২ বছরের মধ্যে কংগ্রেসের ১৩ জন বিধায়ক দল ছেড়ে তৃনমূলে যোগ দিয়েছে | প্রতিদিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ম্যানেজাররা আগামী লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসকে পুরপুরি অপ্রাসঙ্গিক করতে আরও বিধায়ক ও জনপ্রতিনিধি , এমনকি কংগ্রেসের রাজ্য ও জেলাস্তরের নেতাদের দল ভাঙ্গিয়ে আনার প্রক্রিয়া চালু রেখেছেন |

 স্বয়ং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরির একদা রাজনৈতিক গড় মুর্শিদাবাদ তছনছ হয়ে গেছে | তৃনমূল কংগ্রেসকে ভাঙ্গিয়ে এখানে মূখ্য রাজনৈতিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করেছে | কংগ্রেসের আর এক শক্তিশালী ঘাঁটি মালদাহেও ভাঙনের পদধ্বনি শোনা যাচ্ছে | এই পরিস্থিতিতে জাতীয় রাজনিতীতে কংগ্রেস তৃনমূলের সঙ্গে যে সম্পর্কই গড়ুক না কেন প্রদেশ কংগ্রেসের কট্টর মমতা বিরোধীরা আগামী পঞ্চায়েত নির্বাচনে সিপিএম তথা বাম জোট , এমনকি বিজেপির সঙ্গে তলায় তলায় মহাজোট করে মুর্শিদাবাদ , মালদহে তৃনমূল কংগ্রেসকে রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ জানানোর গোপন কৌশল নিতে চলেছেন বলে রাজনৈতিক মহলের খবর | 

তৃণমূল স্তরে নিজেদের অস্তিত্ব বাঁচাতে কংগ্রেস সিপিএম নেতারা ও তলে তলে বিক্ষুদ্ধ তৃনমূল ও বিজেপির সঙ্গে বোঝাপাড়ায় যেতে পারেন এমন সম্ভবনা উরিয়ে দিচ্ছেন না রাজনৈতিক মহল |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment