NNS : নতুন করে আসামে রাজ্য ভাগের আন্দোলন মাথা চাড়া দিয়ে উঠেছে | পৃথক রাজ্য কামতাপুরের দাবি অনেক দিনের | সেই দাবি নিয়ে এদিন বিক্ষভ দেখিয়ে কোকরাঝড় জেলায় রেল অবরোধ করেছে অল কোচ রাজবংশী স্টুডেন্টস ইউনিয়ন |
এদিন সকাল ৫ টা থেকে আলাদা কামতাপুর রাজ্য ও তপশীলি উপজাতি তকমার দাবীতে তাঁরা রেল অবরোধ করেছে | দাবী , বহুদিন ধরেই এটা তাঁরা চেয়ে এসেছে | তবে সরকার তাঁদের কথা শোনেনি | সেজন্য এদিন অবরোধে নামতে হয়েছে | আন্দোলন কারিদের বক্তব্য এই সরকারের ওপর তাঁদের অনেক আসা ছিল |তবে সেই আশা পূরণ হয়নি | কোচ ও রাজবংশীদের প্রতি তাঁদের আচরণে কোন ফারাক হয়নি |
তাই সরকার তাঁদের দাবি পূরণ না করলে আন্দোলন চলবে বলে হুমকি দিয়েছে তাঁরা | অসমের পাঁচটা জেলা ও পশ্চিমবঙ্গের কোচবিহার সহ কয়েকটি জেলা নিয়ে কামতাপুর রাজ্যের দাবি উঠেছে অনেক আগে | তার জেরেই এদিন উত্তরপূর্ব রেল যোগাযোগ বিপত্তির মুখে পড়েছে | বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন আটকে গিয়েছে |
0 comments:
Post a Comment