স্নায়ু যুদ্ধের আশঙ্কা জাতিসংঘ মহাসচিবের !!!


NNS : ২৬ শে মার্চ সোমবার বৃটেনে সাবেক এক রুশ কূটনীতিককে বিষাক্ত গ্যাস ব্যাবহারে হত্যাচেষ্টার জের ধরে যুক্তরাষ্ট্রে কর্মরত রাশিয়ার ৬০ জন কুটনীতিককে বহিষ্কারের নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেণ্ট ডোনাল্ড ট্রাম্প | ওই প্রতিক্রিয়ায় বৃহষ্পতিবার রাশিয়া ও যুক্তরাষ্ট্রের ৬০ কুটনীতিককে বহিস্কার করেছে | বিশ্বব্যাপী কূটনীতিক বহিষ্কারের প্রতিযোগিতার কারণে আরেকটি স্নায়ুযুদ্ধের আশঙ্কা করছেন জাতি সংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস | 

এক বিবৃতিতে গুতেরেস বলেন , সাবেক রুশ গুপ্তচর হত্যা চেষ্টা নিয়ে পশ্চিমীদের প্রতিক্রিয়া আমাদের নতুন একটা স্নায়ুযুদ্ধের দিকে ধাবিত করছে | আমরা আগের অভিজ্ঞতা থেকে এমন পরিস্থিতি তৈরির জন্য পাল্টাপাল্টি কঠোর প্রতিক্রিয়াকেই দায়ি করছি | তিঁনি আরও বলেন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কূটনীতিক বহিষ্কারের পর তাঁদের মধ্যে যোগাযোগের আর কোন মাধ্যম অবশিষ্ট রইলো না তাই একটা স্নায়ুযুদ্ধ ঠেকানোর কোন সুযোগ  আছে বলে তিঁনি মনে করছেন না | 

গুতেরেস মনে করেন , তারা একটা কঠিন পরিস্থিতি তৈরির আগেই সতর্কতা অবলম্বন করতে পারে , যা তাঁদের মধ্যে উত্তেজণা প্রশমন করতে সক্ষম হবে ও যুদ্ধ না বাধার নিশ্চয়তা দেবে বলে মন্তব্য করেন গুতেরেস |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment