সুজিত ঘোষ :মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ কুচবিহারে কর্মতীর্থ দিবস উদযাপন অনুষ্টিত হলো।তাই কুচবিহারের মহিষবাথান, হাওড়াহাট ও জিরানপুরে ১কোটি টাকা করে ব্যয় করে ৩টি বিল্ডিং তৈরি করা হয়েছে।
প্রত্যেকটা বিল্ডিংএ ৫২টা করে স্টল করা হয়েছে।আজ ১৫৬ জন মানুষের হাতে চাবি তুলে দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ।উল্লেখ্য প্রত্যেক বিল্ডিং এর এই ৫২ টা ষ্টল থেকে ১৬ টি করে স্টলের চাবি মহিলাদের হাতে তুলে দেয়া হয়।
0 comments:
Post a Comment