শ্যামাপ্রসাদের মূর্তিতে কালি , ভাঙ্গার চেষ্টায় গ্রেপ্তার ৭


স্নেহাশিষ মুখার্জি : 
ভারতীয় জনসংঘের রূপকার তথা প্রখ্যাত শিক্ষাবিদ ভারতীয় রাজনীতির অন্যতম সেরা ব্যক্তিত্ব প্রয়াত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে কালি দেওয়া ও ভাঙ্গার চেষ্টায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অতি বামপন্থী সাত ছাত্রকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ | 

এই ঘটনা প্রকাশিত হবার পর দলমত নির্বিশেষে পশ্চিমবঙ্গ জুড়ে নিন্দার ঝড় বইছে | কলকাতা পুরনিগমের চেয়ার পার্সন মালা রায় কেওড়াতলা মহাস্মশানে গিয়ে শ্যামাপ্রসাদের মূর্তি আবার পরিষ্কার করার জন্য তৎপর হন | পশ্চিমবঙ্গের বিদ্যুৎ মন্ত্ৰী শোভনদেব চট্টোপাধ্যায় তীব্র ভাষায় শ্যামাপ্রসাদের মূর্তিতে হামলার ঘটনায় নিন্দা করেছেন |

 বিজেপি নেতা রাহুল সিনহা অভিযোগ তোলেন যে , মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিতে কমিউনিস্টরা এই জঘন্য কাজ করেছে | এদিকে কলকাতায় চলা বঙ্গ সিপিএমএর রাজ্য সম্মেলনে দলীয় নেতারা অতি বাম শক্তির এই কাজের নিন্দা করেছেন | রাজনৈতিক মহল মনে করছেন যে , ত্রিপুরার লেনিন মূর্তি ভাঙার প্রতিবাদ জানিয়ে অতি বামপন্থী নকশালপন্থীদের এই হটকারী কাজে আবার ৭০ দশকে নকশালদের মূর্তি ভাঙার ছবি উঠে এল | 

দক্ষিণ কলকাতার কেওড়া তলা স্মশান সংলগ্ন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি ভাঙার চেষ্টা করে দুষ্কৃতিরা | কালিও মাখানো হয় | ঘটনায় অভিযোগের তীর অতি বামপন্থীদের দিকে | আটক করা হয়েছে ৭ জনকে | সূত্রের খবর যে আজ সকাল আটটা নাগাদ যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অতি বাম মনোভাবাপন্ন ৭ ছাত্রছাত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির কাছে আসেন | হঠাৎ করে তাঁরা মূর্তিতে কালি মাখিয়ে দেন | হাতুড়ি মারতে শুরু করেন | ভেঙ্গে যায় মূর্তির একাংশ | স্থানিয়রা দেখেই ঘটনাস্থলে চলে আসে | ৭ জনকে ধরে ফেলা হয় | খবর দেওয়া হয় টালিগঞ্জ থানায় | 

পুলিশ এক যুবতি সহ ৭ জনকে প্রথমে আটক করে | পরে তাঁদের গ্রেপ্তার করা হয় | আজ তাঁদের আলিপুর আদলতে তোলা হবে | প্রসঙ্গত ওই এলাকাটি কলকাতা পৌরনিগমের ৮৮ নম্বর ওয়ার্ডের অন্তৰ্গত | ওই ওয়ার্ডের কাউন্সিলর মালা রায় | যিনি নিজে ঘটনাস্থলে এসে এই মূর্তি ভাঙার চেষ্টার কঠোর নিন্দা করেছেন | বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভার পক্ষ থেকেও শ্যামাপ্রসাদের মূর্তি ভাঙার অতি বাম চেষ্টার কঠোর নিন্দা করা হয় |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment