NNS : অসম সীমান্তের কোচবিহারের 31 নম্বর জাতীয় সড়ক থেকে পুলিশ এগারোটি উটকে আটক করেছে। গতকাল গভীর রাতে এই উট গুলিকে আটক করা হয়। সূত্রের খবর যে, অসম সীমান্তের কোচবিহার কে করিডর করে কয়েক মাস ধরে বিভিন্ন জিনিস পাচার করা হচ্ছিল। কখনো অসম থেকে বেআইনি কাজে কোচবিহার হয়ে অন্য রাজ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। আবার কখনো বেআইনি শব্দবাজি কোচবিহার থেকে অসমে নিয়ে যাওয়া হচ্ছিল। এ ব্যাপারে কোচবিহার জেলা পুলিশ পাচার রুখতে স্পেশাল টিম গঠন করে। এই টিম কোচবিহার থেকে অসমের পাচার করার সময় 11টি উট কে উদ্ধার করে। তবে এখনো পর্যন্ত কোনো গ্রেফতারের খবর নেই।
কোচবিহারে আটক 11 টি উট !!!
NNS : অসম সীমান্তের কোচবিহারের 31 নম্বর জাতীয় সড়ক থেকে পুলিশ এগারোটি উটকে আটক করেছে। গতকাল গভীর রাতে এই উট গুলিকে আটক করা হয়। সূত্রের খবর যে, অসম সীমান্তের কোচবিহার কে করিডর করে কয়েক মাস ধরে বিভিন্ন জিনিস পাচার করা হচ্ছিল। কখনো অসম থেকে বেআইনি কাজে কোচবিহার হয়ে অন্য রাজ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। আবার কখনো বেআইনি শব্দবাজি কোচবিহার থেকে অসমে নিয়ে যাওয়া হচ্ছিল। এ ব্যাপারে কোচবিহার জেলা পুলিশ পাচার রুখতে স্পেশাল টিম গঠন করে। এই টিম কোচবিহার থেকে অসমের পাচার করার সময় 11টি উট কে উদ্ধার করে। তবে এখনো পর্যন্ত কোনো গ্রেফতারের খবর নেই।
0 comments:
Post a Comment