মালদহ হাসপাতাল থেকে পালাল বাংলাদেশী বন্দী !!!


NNS : মালদহ ও মেডিকেল কলেজ হাসপাতালের সেলের জালালা ভেঙে পালিয়ে গেল এক বাংলাদেশী বন্দী আজ ভোরে সেলে নিরাপত্তা  পুলিশকর্মীদের এই ঘটনা নজরে আসে। যদিও এ বিষয়ে মালদহ জেলা পুলিশ কর্তাদের বক্তব্য জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে যে, ঐ পলাতক বাংলাদেশি বন্দির নাম শফিকুল ইসলাম। বেআইনি অনুপ্রবেশের দায়ে তাকে আটক করা হয়েছিল।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment