স্কুল পড়ুয়াদের নিরাপত্তায় নির্দেশিকা জারি রাজ্য সরকারের !!!


Indiapost24 Web Desk : চুক্তিভিত্তিক শিক্ষক ও শিক্ষাকর্মীদের পুলিশ ভেরিফিকেশন ছাড়া চাকরি দেওয়া যাবে না | বেসরকারি স্কুলগুলিকে নির্দেশ দিল রাজ্য সরকার | নিয়ম না মানলে সরকারি ছাড়পত্র দেওয়া হবে না |
এই সতর্কবার্তা জারি করেছে স্কুল শিক্ষা দপ্তর | শুধু শিক্ষা বা শিক্ষাকর্মী নন | সরকারি বেসরকরি সমস্ত স্কুলে বাস চালক ও খালাসীদেরও পুলিশের শংসাপত্র জোগাড় করতে হবে | স্কুল পরিদর্শকের কাছে নয়া নির্দেশিকা পৌঁছে গেছে | মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমে স্কুলের প্রধান শিক্ষকদের ১৮ দফা নির্দেশ দেওয়া হয়েছে | প্রাথমিক , উচ্চ মাধ্যমিক , ও মাধ্যমিক স্কুলগুলিতে ছাত্র ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ' নজরদারি কমিটি ' গড়ার নির্দেশ দিয়েছে পর্ষদ | শিক্ষক , অভিভাবক , পুলিশ , স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের প্রতিনিধিদের নিয়ে কমিটি তৈরি হবে | দুমাসে অন্ততঃ একবার বৈঠক করে সেই রিপোর্ট সরকারকে জানানোর কথা বলা হয়েছে |

রাজ্যের সমস্ত স্কুলকে ১৮ দফা নির্দেশ মানতেই হবে |অমান্য করলে স্কুলের অনুমোদন বাতিল করবে সরকার | স্কুল চত্বরে জল জমে যাতে ডেঙ্গু বা ঐ জাতীয় কোন রোগের জীবাণু না ছড়ায় তা নিশ্চিত করতে হবে | স্কুলের প্রধান শিক্ষক মিড ডে মিল খাওয়ার পর তা পড়ুয়াদের পরিবেশন করতে হবে | জনস্বাস্থ্য কারিগরি দপ্তর থেকে পানীয় জল পরীক্ষা করার পর তা ছাত্র ছাত্রীদের ব্যাবহার করতে দিতে হবে |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment