হ্যাপি বার্থ ডে আমার বেবি বোন:অভিনেত্রী কাজল

বলিউড অভিনেত্রী কাজলের বোন তানিশা মুখার্জীর জন্মদিন। সোশ্যাল মিডিয়ার হিসেবে তার বয়স ৪০। তাতে কি? দিদি কাজলের কাছে আজও তিনি আদরের ‘বেবি’ হিসেবে রয়ে গেছেন।

বোনের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় উইশ করেছেন কাজল। তানিশার সঙ্গে নিজের একটি ছবিও শেয়ার করেছেন নায়িকা। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘কিছু জোকস রয়েছে যেটা তুমি আর তোমার বোন শুনবে। হ্যাপি বার্থ ডে আমার বেবি বোন।’

ফিল্মি ক্যারিয়ারে সাফল্য পাননি তানিশা। মা তনুজা এবং দিদি কাজলের সাফল্যের তুলনায় অনেকটাই যেন অসফল তানিশার কেরিয়ার। এই মূহূর্তেও তার হাতে কোনো ছবি রয়েছে কিনা তা জানা যায়নি।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment