জঙ্গলমহলে মাওবাদীদের পর এবার বাঘ - হাতির আতঙ্ক !!!


Indiapost24 Web Desk : পশ্চিমবঙ্গের বাঁকুড়া, ঝাড়গ্রাম , পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়া জেলার মতো জঙ্গলমহলে একদা মাওবাদী সন্ত্রাস, তটস্থ ছিলেন জঙ্গলমহলের সাধারণ মানুষ। মাওবাদী সমস্যার শেষ হওয়ার পর এখনো কেন্দ্রিয় আধা সেনা সেখানে মজুত । এরইমধ্যে ঝাড়খণ্ডের দলমা থেকে ঢুকে পড়া বাঘ ও হাতির ভয়ে  জঙ্গলমহলের মানুষ স্বাভাবিক কাজকর্মে বাধা প্রাপ্ত হচ্ছেন।
লালগড়, বেলিয়াতোড়, সহ জঙ্গলমহলের বিভিন্ন অংশে বাঘ  আতঙ্কে রাত পাহারায় অংশ নিচ্ছেন জঙ্গলমহলের সাধারণ মানুষ। এদিকে জঙ্গলমহলে দুজন কর্মী বাঘের আক্রোমণে নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে এক গ্রামবাসী ও বাঘের আক্রমণে গুরুতর আহত হন। পরিস্থিতি যথেষ্ট ভয়াবহ তা মানছেন রাজ্য সরকারের বন  দপ্তরের শীর্ষ আধিকারিকরা।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment