NNS : মন্ত্রী প্রকাশ জাভারকারের বাড়ীর সামনে লাগু করা হয়েছে ১৪৪ ধারা | উল্লেখ , তাঁর বাসভবনের সামনেই এদিন পড়ুয়াদের জমায়েত এসে পৌঁছলে এই ব্যাবস্থা নেওয়া হয় প্রশাসন সূত্রে | অন্যদিকে সিবিএসসি দপ্তরের সামনেও বাড়ানো হয়েছে নিরাপত্তা | একাধিক নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে |
0 comments:
Post a Comment