Indiapost24 Web Desk : পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর 2018-19 সালের জন্য 25 কোটি কর্মদিবস তৈরির সিদ্ধান্ত নিয়েছে| জিটিএ ,শিলিগুড়ি মহাকুমা পরিষদ এবং সমস্ত জেলা পরিষদকে এইমর্মে নির্দেশিকা পাঠিয়েছে দপ্তর|
এই উদ্যোগের মাধ্যমে 10 লক্ষ পরিবারের কর্মসংস্থান নিশ্চিত করবে পঞ্চায়েত| মূলত উপকৃত হবেন 100 দিনের কাজের সঙ্গে যুক্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা| প্রতিটি গ্রাম পঞ্চায়েত কে অন্তত 300 পরিবারের জন্য জীবিকা নির্ধারণ করতে হবে|
এলাকায় যদি কোন মৃত নদী থাকে, সেটার পুনরুজ্জীবন করতে হবে| বৃক্ষরোপণ ও গাছের রক্ষণাবেক্ষণে নজর দিতে হবে| উল্লেখ্য, গত 7 বছরে 100 দিনের কাজে এবং গ্রামীণ সড়ক নির্মাণে বাংলা নজিরবিহীন কাজ করেছে| দক্ষিণ চব্বিশ পরগণা জেলা 100 দিনের কাজে দেশের সেরা হয়েছে|
0 comments:
Post a Comment