সামসেরগঞ্জে অস্ত্র সহ গ্রেপ্তার একজন !!!


Indiapost24 Web Desk : পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্ত জেলা মুর্শিদাবাদ সামসেরগঞ্জে  অস্ত্রসহ এক চোরাই অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ| গতকাল রাতে নাসির উদ্দিন নামে ওই অস্ত্র কারবারিকে ডাকবাংলো এলাকা থেকে গ্রেপ্তার করা হয়| ধৃতের কাছ থেকে পিস্তল, গুলি ও পাইপগান উদ্ধার করা হয়| 

সূত্রের খবর যে, ধৃতের  বাড়ি বীরভূমের রামপুরহাটে| সে বেআইনি অস্ত্র কারবারি| পঞ্চায়েত ভোট এগিয়ে আসছে সীমান্ত জেলা মুর্শিদাবাদে বেআইনি অস্ত্র ঢুকছে | কদিন আগেই সাগরদিঘীতে একঅস্ত্র কারবারিকে জেলা পুলিশ গ্রেপ্তার করে|
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment