৮০ বছর পর ব্রিটিশ রেফারি ছাড়া বিশ্বকাপ !!!


Indiapost24 Web Desk : জমে উঠেছে আসন্ন রাশিয়া বিশ্বকাপ | এরইমধ্যে প্রস্তুতি ম্যাচ খেলা শুরু করেছে দলগুলো | পাশাপাশি ২০১৮ বিশ্বকাপের জন্য রেফারীর ও তালিকা ঘোষণা করেছে ফিফা | কিন্তু  আবাক করার মত ব্যাপার , ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে কেউই রাশিয়া ওয়ার্ল্ডকাপ এ প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি | 

বিশ্বকাপএ গত ৮০ বছরের মধ্যে এবারই এমনটা হতে যাচ্ছে | অর্থাৎ ১৯৩৮ সালের পর এই প্রথম বিশ্বকাপএ নেই কোন ব্রিটিশ রেফারি | ফিফা রেফারি কমিটি তে রয়েছে ৪৬ টি দেশ থেকে ৩৬ জন রেফারি ও ৬৩ জন সহকারী রেফারি | এখানে প্রিমিয়ার লিগ ( ইপিএল ) থেকে কারও সুযোগ না মিললেও আমেরিকার মেজর লিগ সকার ( এমএলএস ) থেকে দুজন  জায়গা করে নিয়েছেন |

 ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে রেফারির দায়িত্ব পালন করা নিকোলা রিজোলি অবসরে  গেছেন | তাঁর জায়গায় ইতালির প্রতিনিধি জিয়ানলুকা রচ্চি | বাছাইকৃত অফিসিয়ালরা কভারসিয়ানোতে ইতালিয়ান ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল সেন্টারে প্রস্তুতিমূলক সেমিনারে অংশ নেবেন | যেখানে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি প্রার্থীদের জন্য ট্রেনিং যুক্ত থাকবে | মস্কোতে ওয়ার্ল্ডকাপ শুরুর ১০ দিন আগে শুরু হবে চূড়ান্ত সেমিনার | 

অস্ট্রেলিয়া , বেলজিয়াম , পর্তুগাল , ও দক্ষিণ কোরিয়ার লিগে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ( ভি এ আর ) থাকলেও বিশ্বকাপের রেফারি তালিকায় কেউ নেই | ইপিএলে চলতি মৌসুমে ইংলিশ এফে কাপেও ভিএ আর প্ৰযুক্তি পরিচয় করিয়ে দেওয়া হয় | ঘরোয়া প্রতিযোগিতায় ইতালি ও যুক্তরাষ্ট্রের মত ভি এ আর পরীক্ষা করেছে জার্মানি ও পোল্যান্ড | বিশ্বকাপ মঞ্চেও তাদের রেফারি থাকছে | 

উল্লেখ্য আগামী ১৪ ঐ জুন ৩২ দলের ফুটবল শ্রেষ্ঠত্বের ২১ তম আসরের  পর্দা উঠবে | মস্কোর লুজ নিকি ষ্টেডিয়ামে কার হাতে উঠবে সোনালী ট্রফি তা জানা যাবে ১৫ ঐ জুলাই |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment