Indiapost24 Web Desk : পশ্চিমবঙ্গের ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনে বীরভূমের সাগর ঘোষ হত্যা মামলায় আজ সুব্রত রায় ও ভগীরথ ঘোষকে দোষী সাব্যস্ত করল সিউড়ি জেলা আদালত | এদের বিরুদ্ধে ৪৪৮ /৩০৩/৩৪ এবং ২৭ নম্বর ধারায় অস্ত্র আইনে দোষী সাব্যস্ত করা হয়েছে |
আগামীকাল হবে সাজা ঘোষণা | পাড়ুইয়ে ২০১৩ সালের ২১ সে জুলাই পঞ্চায়েত নির্বাচনের আগে খুন হন বাঁধ নবগ্রামের বাসিন্দা সাগর ঘোষ | তাঁর ছেলে তখন বিজেপি করতেন , যদিও এখন তিঁনি শাসক তৃনমূল কংগ্রেস শিবিরে যুক্ত |
0 comments:
Post a Comment