Indiapost24 Web Desk : সিপিএম , কংগ্রেস আবার কলকাতা হাই কোর্টের কাছে রাজ্যে পঞ্চায়েত নিয়ে ফের ডিভিশন বেঞ্চে আবেদন জানালো | তাদের আবেদন গ্রহণ করা হয়েছে বলে জানান হয়েছে দুদলের তরফে | আগামীকাল ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির সম্ভবনা রয়েছে বলে সিপিএমএর দলীয় সূত্রের দাবী |
0 comments:
Post a Comment